কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৫ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী পানবাজার সেতু এলাকা থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমদ বলেন, ‘বালুখালীর মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে আসার খবর পেয়ে অবস্থান নেয় র্যাব। সন্ধ্যা ৭টা থেকেই ওই এলাকায় মাদক চোরাকারবারির তৎপরতা লক্ষ্য করা যায়। রাত সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে বস্তাভর্তি ইয়াবার চালানটি পাচারের সময় র্যাব তাদের থামার সংকেত দেয়। এ সময় তাদের কয়েকজন পালিয়ে যেতে সমর্থ হলেও একজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আটক সৈয়দুল আমিন (২৪) বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ও তার সঙ্গীরা নিয়মিত ইয়াবা পাচার করে আসছে। জব্দকৃত বস্তায় ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সনজুর মোর্শেদ বর্তমান সময়কেবলেন, ‘ইয়াবা উদ্ধার ও এক রোহিঙ্গাকে আটকের ঘটনায় র্যাব বাদী হয়ে আজ সোমবার দুপুরে মামলা করেছে। আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।
বিএসডি/ এলএল