আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে আজ সোমবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির পুরো পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অনুভূত হয়েছে এ ভূমিকম্পের কম্পন।
জার্মানিভিত্তিক ভূতত্ত্ব গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেস (জিএফজেড) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মাত্রাগত ভাবে বেশ বড় ভূমিকম্প হলেও এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ দপ্তর কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা সুনামির সতর্কতাও জারি করেনি।
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র বলে পরিচিত ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় মেখলা’ টেকটনিক প্লেটের ওপর। এ কারণে দেশটিতে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাৎ প্রভৃতি দুর্যোগ বেশ ঘন ঘন দেখা দেয়।
সূত্র : রয়টার্স