আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে নামতে নাম লিখিয়েছেন ৭০ জন জাপানি নাগরিক। জাপানে ইউক্রেন দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। মঙ্গলবার ৭০ জন জাপানি স্বেচ্ছাসেবক হিসিবে নাম লিখিয়েছে। ৭০ জন পুরুষের মধ্যে ৫০ জন জাপানের সেলফ-ডিফেন্স বাহিনীর (এসডিএফ) সদস্য। তবে এসব জাপানির ইউক্রেন যাত্রা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
জাপানের ইউক্রেন দূতাবাস স্বীকার করেছে তারা ইউক্রেনে যুদ্ধ যেতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের কল পাচ্ছেন। তবে স্বেচ্ছাসেবকদের বিষয়ে তারা আর কিছু জানেন না বলে জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি দূতাবাস কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে স্বেচ্ছাসেবক হতে আগ্রহ প্রকাশ করায় জাপানি নাগরিকদের ধন্যবাদ জানান। তবে কিছু শর্ত জুড়ে দেন তারা। বিবৃতিতে বলা হয়, স্বেচ্ছাসেবক হতে আগ্রহী প্রার্থীর অবশ্যই জাপানের আত্ম-রক্ষা বাহিনীর অভিজ্ঞতা থাকতে হবে কিংবা বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
বুধবার এক টুইটার পোস্টে জাপানে ইউক্রেন দূতাবাস জানায়, আমরা চিকিত্সা, আইটি, যোগাযোগ ও অগ্নিনির্ভাপন অভিজ্ঞতা রয়েছে এমন স্বেচ্ছাসেবক চাচ্ছি।
গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আন্তর্জাতিক লিয়াঁজো’ গঠনের আহ্বান জানান। এই ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বহু স্বেচ্ছাসেবক ইউক্রেনে যুদ্ধ যেতে আগ্রহ প্রকাশ করেছে।
জাপান তাদের নিজেদের নাগরিকদের যেকোনও কারণে ইউক্রেন ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। বুধবার চিফ কেবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো স্বেচ্ছাসেবকদের সংক্রান্ত খবর শোনার কথা স্বীকার করে একই সতর্কতার পুনরাবৃত্তি করেন।
বিএসডি/ এফএস