আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে। ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। আর এবার বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।’
বিএনপি মিথ্যা কথা বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলে তাদের ২১ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। কি মিথ্যা কথা বলে! আমি খবর নিয়ে দেখেছি ২১ হাজার নয়, ১১ হাজার। বিএনপির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে, তার মধ্যে দুই হাজার জামিন পেয়েছে আজ। বিএনপি মিথ্যা কথা বলে। তাদের আন্দোলন ভুয়া।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ বছর পারল না, আগামী বছর আন্দোলন করবে। তারেক রহমানের কথায় আন্দোলন হবে না। বিএনপি নেতাকর্মীরাই তারেক রহমানের কথায় আন্দোলনে নামেনি।’
তিনি বলেন, ‘বিএনপি ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, জামায়াতও কথা বলেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন।’
রেলে আগুন দিয়ে যারা চারটি প্রাণ খুন করেছে তাদের ক্ষমা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝরে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।
বিএসডি / এলএম