নিজস্ব প্রতিবেদক
এবি পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান হচ্ছে ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের ধারাবাহিকতা। যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ৭ নভেম্বর ১৯৭৫-এ সিপাহি জনতা রক্ত দিয়েছিল, শহীদ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে সেই আকাঙ্ক্ষাকেও কবর দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আবার একটি সুযোগ তৈরি করতে পেরেছি। যে কোনো কিছুর বিনিময়ে হলেও এই সুযোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগাতে হবে। তাই প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘গণ আকাঙ্ক্ষা ও ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব থেকে জুলাই গণঅভ্যুত্থান : রাজনৈতিক নেতৃত্ব, সুযোগ ও ব্যর্থতা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল মো. দিদারুল আলম পিএসসি (অব:) বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম না করলে তাকেসহ পরিবারে অনাকাঙ্ক্ষিতভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। শেখ মুজিবের অপশাসনের কারণে এবং বাংলাদেশে ভারতে আধিপত্য বিস্তারে মানুষ মুজিবের শাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ৭ নভেম্বর সিপাহি জনতার লড়াই হচ্ছে শেখ মুজিবের অপশাসন থেকে মুক্তির লড়াই, ভারতের আগ্রাসী আধিপত্য থেকে বের হয়ে আসার লড়াই।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান বলেন, ভারত চেয়েছিল শেখ মুজিবের শাসনের মাধ্যমে আস্তে আস্তে বাংলাদেশকে তাদের আশ্রিত রাষ্ট্রে পরিণত করবে। শেখ মুজিব ও ভারতের এই আঁতাত সিপাহি জনতা মেনে নেয়নি। তাই ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব ভারতীয় আগ্রাসন ও আধিপত্যকে অস্বীকার করে এর বিরুদ্ধে বাংলাদেশকে সত্যিকার স্বাধীন করার লড়াই। আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করছি কিন্তু তখন শুধু যুদ্ধ হয়েছে মুক্তি মেলেনি। শহিদ জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হোক। তিনি পৃথিবীতে বাংলাদেশকে সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু তাকে হত্যা করার মাধ্যমে ৭ নভেম্বরের সংগঠিত সিপাহি জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। জুলাই গণঅভ্যুত্থানে তৈরি হওয়া গণ আকাঙ্ক্ষার বিপরীত কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। বর্তমান বিএনপি শহীদ জিয়ার দর্শন ও আদর্শ ধারণ করে না বলে মত ব্যক্ত করেন।
চট্টগ্রাম মহানগর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সহকারী সদস্য সচিব এবং এবি যুব পার্টির সমন্বয় আব্দুর রহমান মনির, মহানগরের ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, বোরহান উদ্দিন, রূপস বড়ুয়া রাজু, এবি পার্টির নেতা সঞ্চয় চৌধুরী ও জায়েদ।