ক্রীড়া ডেস্ক,
‘সিআরসেভেন’, নিজের জার্সি নম্বরকে বৈশ্বিক ব্র্যান্ডে রূপান্তর করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের আর কোনো খেলোয়াড়ই নিজের জার্সিকে এমন আইকনিক রূপ দেননি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রিয় ৭ নম্বর জার্সি গায়ে জড়াতে পারবেন তো রোনালদো? অসম্ভব নয়, কিন্তু পর্তুগিজ সুপারস্টারকে জার্সি দিতে রেড ডেভিলদের মেলাতে হবে কঠিন সমীকরণ।
ম্যানইউতে ৭ নম্বর জার্সিটি বর্তমানে উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির। জার্সি দখলে রাখা কিংবা রোনালদোর জন্য ত্যাগ করা, কোনোটাই কাভানির ইচ্ছার ওপর নির্ভর করছে না।
ইংলিশ প্রিমিয়ার লীগের নিয়ম অনুযায়ী, কাভানিকে অবশ্যই পুরো মৌসুমজুড়ে ৭ নম্বর জার্সি রাখতে হবে। যদি রোনালদো জার্সি নম্বরটি চায়, তাহলে কাভানিকে বদলাতে হবে দল। এছাড়া, প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের মাধ্যমে রোনালদোকে দিতে পারে ৭ নম্বর জার্সি। যা তারা আগে কখনোই করেনি।
২০২০ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ম্যানইউতে যোগ দেন কাভানি।
উরুগুইয়ান স্ট্রাইকারকে দেয়া হয় ক্লাবটির সাত নম্বর জার্সি। গুঞ্জন ওঠেছিল মৌসুমের শুরুতে যোগ দেয়া জ্যাডন সানচোর কাছে জার্সি নম্বর হারাতে পারেন কাভানি। তবে বাস্তবে সেটি হয়নি। সানচোকে দেয়া হয় ২৫ নম্বর।
ম্যানচেস্টার ইউনাইটেডের ৯ম খেলোয়াড় হিসেবে ৭ নম্বর জার্সিটি গায়ে জড়ান কাভানি। আর এরপরই গড়েন দারুণ কীর্তি। রোনালদো ম্যানইউ ছেড়ে রিয়ালে যাওয়ার পর অভিষেক মৌসুমে ৭ নম্বর জার্সি গায়ে ১০ গোল করতে পারেনি কোনো খেলোয়াড়। সেই আক্ষেপের সমাপ্তি টানেন কাভানি।
৭ নম্বর জার্সি কাভানির থাকলে রোনালদো পাবেন কতো নম্বর? ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে ২৮ নম্বর জার্সিটির দাবিদার নেই কেউ। রোনালদো চাইলে সেটি গায়ে জড়াতে পারেন। ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং লিসবনে এই নম্বর পড়েই খেলতেন পর্তুগিজ সুপারস্টার।
তাছাড়া ৯ নম্বর জার্সি হতে পারে রোনালদোর পছন্দ। কেননা রিয়াল মাদ্রিদে শুরুতে এই জার্সিই পড়তেন তিনি। তখন লস ব্লাঙ্কোসদের ৭ নম্বর পড়তেন কিংবদন্তি খেলোয়াড় রাউল গঞ্জালেস।
২০০৩ সালে পর্তুগালের স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। সেসময় ৭ নম্বর জার্সিটি পড়তেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ডেভিড বেকহ্যাম। সে বছরই ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেকহ্যাম। এরপর ৭ নম্বর জার্সি পান রোনালদো।
বিএসডি/এএ