আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি রোববার ইরান সফর করছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেন, উচ্চপদস্থ একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। একদিনের এ সফরে রোববার সকালে তেহরানে পৌঁছাবেন তিনি। সেখানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সাতজন মন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
বৈঠকে দুই দেশের নেতারা পারস্পরিক স্বার্থের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। সে সময় তিনি বলেন, ইরান হচ্ছে ইরাকের প্রকৃত বন্ধু। কারণ ইরাকের কঠিন সময়ে ইরান তাদের পাশে ছিল।