স্টাফ রিপোর্টার
গাজীপুরের জয়দেবপুর এলাকায় ধর্ষণ থেকে বাঁচতে এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। ভুক্তভোগী ওই নারীর ফোন পেয়ে ৯৯৯ স্থানীয় থানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৪ মিনিটে জয়দেবপুরের শিরিরচালা এলাকা থেকে একজন তরুণী ৯৯৯-এ কল করেন। তরুণী জানান, তিনি একজন সাংবাদিক। তার দুইজন পুরুষ সহকর্মী নিউজের কথা বলে পুষ্পদাম থাই চায়নিজ অ্যান্ড বাংলা রেস্টেুরেন্টে নিয়ে আসে। ঘটনাস্থলে আসার পর তার পুরুষ দুইজন সহকর্মী তাকে জোর করে একটি রুমে নিয়ে আটকে মারধর করে এবং ধর্ষণের চেষ্টা করে।
ভিকটিম এক পর্যায়ে রুম থেকে দৌড়ে পালিয়ে এসে রিসোর্টের একটি গাছের আড়ালে লুকিয়ে ৯৯৯-এ কল করে তাকে উদ্ধারের অনুরোধ জানায়।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ভিকটিমকে উদ্ধার করার জন্য দ্রুত জয়দেবপুর থানাকে ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি তদন্ত মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত শাকিল (২৬) ও মো. আব্বাস উদ্দিনকে (৪০) আটক করা হয়।
এই বিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
বিএসডি/এমএম