সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলীসহ পাঁচজনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেয়া হয়।
অভিযুক্ত অন্যরা হলেন, প্রোমিক্স লি.-এর প্রোপ্রাইটর মৌসুমী ইসলাম, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফররুখ হোসেন ও নির্ঝর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী।
২০১৭-১৮ অর্থবছরে ৫টি বিলের মাধ্যমে ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৪ টাকা আত্মসাতের অভিযোগে টিবি হাসপাতালের কর্মকর্তা ও বাকীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিনটি পৃথক মামলা দায়েরের অনুমোদন প্রদান করে কমিশন।
এর মধ্যে বর্তমান ও সাবেক উপপরিচালক এবং প্রোমিক্স লি. এর বিরুদ্ধে ১টি বিলের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে।
৩টি বিলের মাধ্যমে বর্তমান ও সাবেক উপপরিচালক মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ ৩টি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাৎ, এছাড়া নির্ঝর এন্টারপ্রাইজ ৫০ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেছে বলে জানানো হয়।