বর্তমান সময় ডেস্ক
২ কোটি টাকা আত্মসাৎ করা মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত হয়ে ১ যুগ পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে জাহেদ হোসেন খলিফা (৫৫) নামের এক আসামি। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, ২০০৮ সালে অর্থ আত্মসাতের একটি মামলায় ১০ বছরের সাজা হয় তার। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রেফতার জাহেদ হোসেনের বাড়ি বগুড়া সদর উপজেলার মৃত আব্দুর কদ্দুসের ছেলে। অর্থ আত্মসাৎ আইনে সাজা ছাড়াও তার নামে চুরি ও বিশেষ আইনে মোট ৮টি মামলা রয়েছে।
র্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু সালাম জানান, অর্থ আত্মসাতের মামলায় সাজা হওয়ার পর থেকে জাহেদ পলাতক ছিলেন। তিনি বগুড়া থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিএসডি/ এসএ