আন্তর্জাতিক ডেস্ক:
আসছে জানুয়ারিতে কিছু যাত্রীবাহী ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে ক্যাথে প্যাসিফিক। পরিচালন ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ করোনার কোয়ারেন্টিন বিধি কঠোর করায় এ সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, নতুন সংঙ্কুচিত সময়সূচির ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হবে। বাতিলের তালিকায় অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে দূরপাল্লার ফ্লাইট রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
জানুয়ারিতে সংস্থাটি কেবল হংকং থেকে সিডনিতে ফ্লাইট পরিচালনা করবে বলে ক্যাথে প্যাসিফিকের অস্ট্রেলীয় ওয়েবসাইটে জানানো হয়েছে। ডিসেম্বরে প্রাক-কভিড পর্যায়ের ১২ শতাংশের বেশি ফ্লাইট পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। চলতি মাসেও অনেক ফ্লাইট বাতিল করেছে ক্যাথে।
বিএসডি/জেজে