ধর্ম ডেস্ক
একাধিক মসজিদের আজান একসাথে শোনা গেলে কোন আজানের জবাব দিতে হয়। তখন আজানের জবাব দেওয়ার নিয়ম কী? আর আজান যদি পরপর হয়, তাহলে প্রত্যেক আজানের জবাব দেওয়া কি সুন্নত হবে? নাকি প্রত্যেকটির না দিলেও হবে?
এই প্রশ্নের উত্তর হলো- একাধিক মসজিদের আজান একসাথে শোনা গেলে— নিজ এলাকার মসজিদের আজানের জবাব দেবেন। আর একসাথে না হয়ে পরপর হলে প্রথম আজানের জবাব দেওয়া উত্তম। প্রত্যেক আজানের জবাব দিতে হবে না।
তথ্যসূত্র : ফাতহুল কাদির : ১/২১৭; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩৭৯; আল-বাহরুর রায়েক : ১/২৫৯; আন-নাহরুল ফায়েক : ১/১৭৫; হাশিয়াতুত তাহতাভি আলাদ্দুর : ১/১৮৮
বিএসডি/এসএ