আন্তর্জাতিক ডেস্ক
২৪ ঘণ্টা যেতে না যেতেই দ্বিতীয় বারের মতো বাগদাদের আইন আল-আসাদ মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইরাক। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট বলেছে, মঙ্গলবার ওই ঘাঁটির দিকে ধেয়ে আসা দু’টি সশস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইরাকে লড়াইরত আন্তর্জাতিক সামরিক জোটের একজন কর্মকর্তা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটির কাছে গুলি চালিয়ে দু’টি বিস্ফোরকবোঝাই ড্রোন ধ্বংস করেছে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা।
এর আগে, সোমবার আইন আল-আসাদ ঘাঁটিতে একই ধরনের ড্রোন হামলার চেষ্টা বানচাল করে দেওয়া হয়। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যদের আবাস।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানি হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী পালন করছে তেহরান এবং ইরাকে এর মিত্ররা। সোলেইমানির মৃত্যুবার্ষিকী ঘিরে বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে এ নিয়ে পরপর দু’দিন ড্রোন হামলার চেষ্টা নস্যাতের দাবি করল ইরাক।
ইরাক এবং সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে রিমোট নিয়ন্ত্রিত মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কাশেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, কাশেম সোলেইমানিকে হত্যার দায়ে ট্রাম্পকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এ ব্যত্যয় ঘটলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোলেইমানি হত্যার প্রতিশোধ নেবে তেহরান।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
বিএসডি/এসএ