নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাহাড়ি এলাকায় খোদার মমুড়া পাহাড়ের পাদদেশে অবৈধভাবে একটি বসতঘর নির্মাণের খবর পেয়ে তা উচ্ছেদ করেছে প্রশাসন।
শনিবার (৩১ জুলাই) সকালে কালীপুর খোদার মুড়া পাহাড়ে এ অভিযান চালান বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এ বিষয়ে সহকারী কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কালীপুরের পূর্ব পাহাড়ি এলাকার খোদার মুড়া পাহাড়ের পাদদেশে অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় নির্মাণাধীন বাঁশ ও টিনের ঘরটি উচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে এক বয়স্ক মহিলাকে পাওয়া গেলেও এ কাজের সাথে সরাসরি জড়িতদের কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসতঘর নির্মাণের সাথে কারা কারা জড়িত তাদের নাম-ঠিকানা প্রদানের জন্য স্থানীয় দফাদার ও চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
বিএসডি/এমএম