নিজস্ব প্রতিবেদক
হেলেনা জাহাঙ্গীরের পক্ষে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাত তার গঠিত একটি শক্তিশালী সাইবার টিম। আবার কেউ নেতিবাচক মন্তব্য করলে তাদেরকে ঘায়েল ও অপমান করতেন তারা।
শনিবার (৩১ জুলাই) দুপুরে র্যাব সদরদফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, একটি শক্তিশালী সাইবার টিম ছিল হেলেনা জাহাঙ্গীরের। টিমটি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলেনার পক্ষে প্রচারণা চালাত। তাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করলে তাদেরকে ঘায়েল ও অপমান করা হতো। সাইবার টিমটিতে ১৫ থেকে ২০ জনের তথ্য পেয়েছে র্যাব। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন- রিমান্ডে হেলেনা : আসছে চাঞ্চল্যকর তথ্য
র্যাব কর্মকর্তা বলেন, তিনি জয়যাত্রা ফাউন্ডেশনের নামে দেশ-বিদেশ থেকে টাকা সংগ্রহ করতেন। যদিও তিনি বলেছেন, দাতারা খুশি হয়ে টাকা দিতেন। তবে আমরা দেখেছি, টাকা সংগ্রহ করা হতো মানুষকে বিপদে ফেলে বা ব্লাকমেইল করে।
আল মঈন বলেন, জয়যাত্রা টিভির নামে দেশ-বিদেশে সাংবাদিক নিয়োগ দিতেন তিনি। আইডি কার্ড বাবদ তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করা হতো। আমরা অনেকগুলো জমা বই ও রশিদ পেয়েছি। জয়যাত্রার নামে ৭০ থেকে ৮০ জনকে চাকরি দেন হেলেনা। বর্তমানে ২০-২৫ জন কর্মরত থাকলেও বাকিবের চাকরিচ্যুত করা হয়েছে।
বিএসডি/এমএম