নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী দুই মাসে দেশের জনগণকে ৮ কোটি টিকা দেওয়া হবে। সোমবার (২ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট এক সপ্তাহে ১ কোটি টিকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। সে অনুযায়ী আগামী দুই মাসে ৮ কোটি টিকা দেওয়া হবে।
আরও পড়ুন- কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা : বিএনপি
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় জনসন টিকা পাওয়ার জন্য আশা করছি। তবে জনসন টিকার দাম বেশি বলে কেউ সেটা কিনে দান করতে চাইছেন না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিএসডি/এমএম