নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (০২ আগস্ট) গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দীক রিমান্ডের এই আবেদন করেন।বিকেলেই এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।
আরও পড়ুন- বিপুল পরিমাণে মদ-ইয়াবাসহ মডেল ফারিয়া ও মৌ আটক
রোববার (০১ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর গুলশান থানাধীন বারিধারার ৯ নম্বর রোড এলাকায় তার বাসায় অভিযান চালায়।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পিয়াসাকে আটক করা হয়।
বিএসডি/এমএম