ক্রীড়া ডেস্ক,
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে জয়ের দেখা পায় ২০০৫ সালে। এরপর টেস্ট জিততে লেগে যায় আরও এক যুগ। ঘরের মাঠে ২০১৭ সালে সাদা পোশাকে অজিদের হারায় টাইগাররা। নিজদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে জয়ের নজির ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। অবশেষে মাহমুদুল্লাহদের সে ইতিহাসও লেখা হলো।
মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুরে আগে ব্যাট করতে নেমে ১৩২ রানে লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় বাংলাদেশ। তবে জয়ে খুশি হলেও তৃপ্ত নয় মাহমুদুল্লাহ রিয়াদ।
পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ছোট পুঁজি ডিফেন্ড করতে গেলে আপনাকে ঠিক এটাই করতে হবে এবং আক্রমণাত্মক মানসিকতা রাখতে হবে। তারা বেশ ভালো প্রতিপক্ষ এবং আগামী ম্যাচে আমাদের আজকের (গতকাল) ভুলগুলো শুধরে নিতে হবে।
তিনি বলেন, ক্রিকেটারদের সবাইকে বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ জেতার তাড়না থাকতে হবে। আমরা এখনই সব শেষ করে ফেলছি বিষয়টি এমন নয়, পরের ম্যাচগুলোও দেখতে হবে।
বিএসডি/আইপি