ক্রীড়া ডেস্ক,
টি-টুয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ নয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের। এর আগে এই ফরম্যাটে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি দুই দল।
ভিন্ন ভিন্ন সময়ে বিশ্ব আসরে চারবার মুখোমুখি হয়েছিল, সেখানে টাইগারদের বিপক্ষে অজিদের সর্বোনিন্ম স্কোর ছিল ১৪১ রান। এবার শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের লড়াই। যেখানে প্রথম ম্যাচে মঙ্গলবার অজিদের বিপক্ষে আগে ব্যাট করে স্কোর বোর্ডে মোটে ১৩১ রান জমা করে টাইগাররা।
কে জানতো, এই রানেই ধরাশায়ী হবে সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়ে ২৩ রানে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে একাই প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ম্যাচ সেরার পুরস্কার হাতে তোলা নাসুম জানিয়েছেন, কিভাবে সফল হয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় নাসুম বলেন, যখন আমরা ১৩১ করেছি, তখন নামার আগে রিয়াদ ভাই বলেছিলেন, আমরা এ রানেই ফাইট করবো, ডট বল করবো, যতটুকু পারি চেষ্টা করে যাবো জেতার জন্য। তো ওই ডট বল করার চেষ্টা করেছিলাম। যখন প্রথম দুই বল করলাম ব্যাক অব লেন্থে, তখন সাকিব ভাই বলল এই উইকেটে আস্তে বলটাই ভালো এবং সামনে করলে ভালো হয়। তো ওটাই ট্রাই করেছি।
নাসুম ৪ উইকেট পেয়েছেন ভিন্ন চার ওভারে। প্রতিবার বল হাতে নিয়েই সফল তিনি। একে একে ফিরিয়েছেন জন ফিলিপে, ম্যাথু ওয়েড, মিচেল মার্স, অ্যাশটন আগারকে।
নিজের সফলতার জন্য সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাসুম। তিনি বলেন, যে ৪ ওভার করেছি সবসময়ই সাকিব-রিয়াদ ভাই সঙ্গ দিয়েছেন। রিয়াদ ভাই বলেছেন, ওকে ওর মতো বল করতে দে। তো ডট বল করার চেষ্টাতেই সফল হয়েছি।
বিএসডি/আইপি