বিনোদন ডেস্ক-
আলোচিত মডেল মাহবুব পিয়াসা ও মৌ আক্তারের প্রধান সমন্বয়ক শরফুল হাসান ওরফে মিশু হাসান ও তার সহযোগী জিসানের বিরুদ্ধে চার মামলা হয়েছে।
জানা যায়, রাজধানীর ভাটারা থানায় র্যাব বাদী হয়ে মামলাগুলো করে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় আরও একটি মামলা করেছেন একজন ভুক্তভোগী।
বুধবার রাতে (৪ আগস্ট) র্যাব বাদী হয়ে ভাটারা থানায় মামলা করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, র্যাব বাদী হয়ে চারটি মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালত পাঠানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
- আরও পড়ুন- পরীমনির ‘গডফাদার’ ছিলেন নজরুল রাজ!
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, একজন ভুক্তভোগী বাদী হয়ে মিশু ও তার সহযোগী জিসানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করেছেন। সেই মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে মিশু ও তার সহযোগীকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, মাদক, ভারতীয় জাল রুপি, বিলাসবহুল ফেরারি গাড়িসহ গ্রেপ্তার করা হয়।
বিএসডি/এমএম