বিনোদন ডেস্ক-
বনানীর বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি, আইস, ইয়াবা ও বিপুল মদসহ আটক হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মাদকসহ আটক নায়িকাকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব।
গতকাল (৪ আগস্ট) আটকের আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে পরীমণি জানান, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলব না। আমি মরবো আর দুনিয়া দেখবে না, আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম।’
এদিকে পরীর এমন কাণ্ডে লাইভে আসেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। পরীর বাসায় অভিযান চলা প্রসঙ্গে কথা বলেন তিনি। লাইভে এই নির্মাতা দাবি করেন, ‘পরী একজন নাটকবাজ’।
মালেক আফসারী জানান, ‘দিনের বেলায় র্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। পরী লাইভে না এসে, তাদের সহযোগিতা করতে পারতো। যদি তার কোনো ভয় না থাকে। তারা নায়িকার বাসায় এসেছে নির্দিষ্ট কারণের ভিত্তিতেই, এমনি এমনই নয়। অভিযোগ ছাড়া তারা বাসায় যাবে কেন? এতদিন তো গেল না।’
আরও পড়ুন- প্রযোজক রাজের মোবাইলে অসংখ্য তরুণীর পর্নো ভিডিও
তিনি বলেন, ‘আমি যেটা মনে করি, কারণ ছাড়া কেউ কারও বাসায় অভিযান চালায় না। কারণ আছে অন্য জায়গায়। কারণ যেটাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এভাবে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।’
এদিকে ঢাকা বোট ক্লাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এর আগে ঢাকা বোট ক্লাবের ঘটনায় তোমার পক্ষে কথা বলতে গিয়ে মানুষের নানা কথা শুনতে হয়েছে আমাকে। কি আর করমু বাশ খাইলাম, নিজেদের পরিবারের সদস্য। ছেলে-মেয়ে অন্যায় করলে বাপ-মাকেও মাঝে মধ্যে বকা শুনতে হয়। আমিও এটা শুনেছি।’
পরীকে নাটকবাজ দাবি করে মালেক আফসারী বলেন, ‘দরজা না খোলার কারণ, ভয় পাইছে। ভয় পাইছে না নাটক করছে! কে জানে। নাটকবাজ তো। তার পক্ষে কথা বললে বিপদ আছে আমার। কারণ এর আগে খুব বাঁশ খাইছি। সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুঁশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, ‘আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।’ আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না।’
পরবর্তী আরেকটি ভিডিওতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই। দেরীতে হলেও ভালো কাজে নেমেছেন আপনারা। এই অভিযান দরকার ছিল। না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যেত। কিন্তু কথা একটাই হেলেনা, পিয়াসা, মৌ সর্বশেষ পরীমণিকে আটক করলে হবে না। এই গুলার পিছনে বড় বড় রাঘব বোয়ালদের ধরতে হবে, তা না হলে এক পরী যাবে আরেক পরী আসবে, এক পিয়াসা যাবে আরেক পিয়াসা আসবে। এভাবেই চলতে থাকবে।’
বিএসডি/এমএম