নিজস্ব প্রতিনিধিঃ
যে কোন জয়ই আনন্দের।তবে আজকের জয়ে ভিন্নতা আছে।একটা সময় ছিল যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়াটা ছিল স্বপ্ন মাত্র। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ তে টি-২০ সিরিজ জয় সে স্বপ্নকেও ছাপিয়ে গেছে। আর এটা প্রমান হয়েছে আমরাও পারি।প্রথম ম্যাচে ২৩ রানে, দ্বিতীয় ম্যাচে ৫ ইউইকেটে আর তৃতীয় ম্যাচে ১০ রানের ধারাবাহিক জয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মত সিরিজ নিশ্চত করলো টিম বাংলাদেশ।তাই আজকের জয়ের আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। প্রথম ম্যাচে ১৩১ রানের সম্বল নিয়েও জিতেছিল বাংলাদেশ। সেটা ছিল নিজেদের সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে হলে সে রেকর্ডটাও ভাঙতে হতো মাহমুদউল্লাহর দলকে। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে যে ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ!মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে ১০ রানে। আর এই জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ বাংলাদেশ নিশ্চিত করে ফেলল দুই ম্যাচ বাকি থাকতেই
বাংলাদেশের ক্রিকেট রূপকথায় যোগ হলো আরেকটি নতুন অধ্যায়। যে অধ্যায় বাংলাদেশকে ভাসাচ্ছে নিদারুণ আনন্দে। মিরপুরের সবুজ গালিচায় বাংলাদেশও আনন্দে মাতল। বৃত্ত বানিয়ে আনন্দ নৃত্য করলো মাহমুদউল্লাহ, সাকিব, মোস্তাফিজ, সোহানরা। অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টিতে হারানো হতে পারে অঘটন। হতেই পারে! দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ বুঝিয়ে দেয় প্রথম জয় অঘটন ছিল না। এবার জিতল তৃতীয় টি-টোয়েন্টি। এবার অবশ্যই ফেভারিট হিসেবেই জিতল বাংলাদেশ। হাতে দুই ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল টি-টোয়েন্টি সিরিজ।
মিরপুর শের-ই-বাংলা অনেক সাফল্যের সাক্ষী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেটে। আজকের ১০ রানের জয় নিশ্চিতভাবেই তালিকার উপরেই থাকবে। টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১২৭ রান করে। জবাবে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি।
ম্যাচ জয়ের নায়ক হাফ সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ হলেও আসল কাজটা করেছেন মোস্তাফিজুর রহমান। তাইতো ম্যাচের মহামূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। লো স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ১৫টিই ছিল ডট বল। উইকেট না পেলেও মোস্তাফিজ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের যে চাপে রেখেছিলেন তার উত্তর জানা ছিল না কারো। ‘তোরা সব জয়ধ্বনি কর, ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’- কাজী নজরুল ইসলামের অমর কবিতার মতোই জয়ধ্বনি করে ফেলল বাংলাদেশ। ইতিহাসের অমর পাতায় অক্ষয় কালিতে নিজেদের নাম লিখে ফেলল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বিএসডি/মাজিদ