নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের অধিকাংশ মানুষকে টিকা দেওয়া হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্স মাঠে করোনায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের সব মানুষকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে সরকার সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু করেছে। টিকা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনার প্রথম থেকে দেশের সব পর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। করোনার মধ্যে যখন কৃষকরা ধান কাটার লোক পাচ্ছিল না, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন।
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি ও ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।
বিএসডি/এমএম