নিজস্ব প্রতিবেদক,
বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত অল্প জনবল নিয়ে খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গত ৩ আগস্টের বৈঠকে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করার চিন্তাভাবনা চলছে।
১১ তারিখ থেকে অফিস-আদালত কতটা জনবল দিয়ে খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যত কম করা যায়, সে রকমই থাকবে।
পর্যটনকেন্দ্র খোলা থাকবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে খোলা হবে না। ধাপে-ধাপে, না… এটা আরও পরে।
বিএসডি/আইপি