নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘দ্য ডেইলি স্টারে’র সাবেক প্রধান সহ-সম্পাদক আবুল মনসুর চৌধুরী।
সোমবার (৯ আগস্ট) রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান বলেন, আমাদের পত্রিকার নিয়ম অনুযায়ী ৬০ বছর হলে তাকে অবসরে যেতে হয়। সে হিসেবে আবুল মনসুর চৌধুরীও অবসরে ছিলেন।
তিনি আরও বলেন, ১৮ জুলাই আবুল মনসুর চৌধুরীর কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর রাজধানীর একটি হাসপাতালে ২৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন। ফেনীতে নিজ গ্রামে তার দাফন হবে।
আবুল মনসুর চৌধুরী ডেইলি স্টারে দীর্ঘ ২৫ বছর কাজ করেছেন। ১৯৯১ সালে সেখানে যোগ দেন তিনি।
এদিকে সোমবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক কামরুন নাহার (রুমা)।
তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষিকা এবং বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক ছিলেন। এর আগে বেশ কয়েকজন সাংবাদিক করোনায় মারা গেলেও একদিনে দুজন সাংবাদিক এই প্রথম মারা গেলেন।
বিএসডি/আইপি