নিজস্ব প্রতিবেদক
দেশের শেয়ারবাজারে চাঙাভাব বিরাজ করছে। এ সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে এরমধ্যে দুর্বলভিত্তির ৯ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ আগস্ট) এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
কোম্পানিগুলো হলো, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, এমারেল্ড অয়েল, ফুয়াং সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, ঢাকা ডায়িং ও ন্যাশনাল ফিড মিল।
তথ্য মতে, শেয়ারবাজারের দুর্বলভিত্তির ৯টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে। এছাড়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক।
কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কার্যক্রমে কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো কারসাজি রয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে। এছাড়া, কোম্পানিগুলোর অর্থিক হিসাব বিবরণীও যাচাই করা হবে।
এবিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘সম্প্রতি কম পরিশোধিত মূলধনের বেশ কিছু দুর্বলভিত্তিক কোম্পানির শেয়ারের দাম অস্বাবিকভাবে বেড়েছে। আমরা মনে করি, ওই সব কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধিতে কোনো যৌক্তিক কারণ নেই। তাই কোনো কারসাজির মাধ্যমে কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ানো হয়েছে কি-না তা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
বিএসডি/এমএম