নিজস্ব প্রতিবেদক,
বরগুনার আমতলী উপজেলায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে ছেলে। স্বজনরা আহত বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের বৃদ্ধ সেকান্দার আলী মুন্সী (৮০) ঘেরে মাছের চাষ করে জীবিকা নির্বাহ করেন। ওই ঘেরের মাছ প্রায় সময়ই ছেলে হাসান মুন্সি জোরপুর্বক ধরে নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় হাসান মুন্সি মাছ ধরতে ওই ঘেরের বাঁধ কেটে দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এর প্রতিবাদ করেন সেকান্দার। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে হাসান।
এসময় স্বজনরা আহত সেকান্দারকে উদ্ধার করে ওইদিন রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
আহত সেকান্দার আলী মুন্সির কন্যা মোসা. মিনারা বেগম বলেন, ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে আমার ভাই হাসান মুন্সি মারধর করে আহত করেছে।
আহত সেকান্দার আলী মুন্সি বলেন, আমার ছেলে হাসান জোর করে মাছ ধরতে আমার ঘেরের বাঁধ কেটে দেয়। আমি এতে বাধা দিলে সে আমাকে লাঠি দিয়ে আহত করে। কিছুদিন আগেও আমার ছেলে আমাকে আহত করেছে। আমি এর বিচার চাই।
ছেলে হাসান মুন্সি মুঠোফোনে বলেন, আমি আমার বাবাকে মারধর করিনি। আমি আমার ঘেরে মাছ ধরতে বাঁধ কেটেছি। তাহলে আপনার বাবা হাসপাতালে কেন? এ প্রশ্নের কোন স্বদউত্তর তিনি দিতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, আহত বৃদ্ধের বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএসডি/আইপি