নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার ধুনটে বিলের পানিতে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আব্দুস ছালাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুস ছালাম উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় বলেন, বুধবার রাত ৯টার দিকে আব্দুস ছালাম বাবার সঙ্গে পলো দিয়ে মাছ ধরার জন্য সাতবেকী বিলের পানিতে নামে। মাছ শিকারের একপর্যায়ে আব্দুস ছালামের পায়ে সাপ কামড় দেয়। বাড়িতে ফিরে কবিরাজি চিকিৎসার একপর্যায়ে অচেতন হয়ে পড়ে আব্দুস ছালাম। রাত ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন ভোরে অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আব্দুস ছালামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/আইপি