নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার কাহালু পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন টিমের সামনে মারপিটের ঘটনায় বিএনপি সমর্থিত মেয়র আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় আরো ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে মামলাটি করেন কাহালু উপজেলার সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন কবিরাজ।
মামলায় অন্যান্য উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন, প্যানেল মেয়র ইউসুফ আলী, ঠিকাদার নুরুল ইসলাম বিশু ও মেহেদী হাসান রাজীব।
মামলায় মেহেদী হাসান রাজিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঘটনাস্থল থেকেই আহত অবস্থায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল সদর দফতরের একটি প্রতিনিধি দল কাহালুতে নগর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসে। এই প্রতিনিধি দলের সামনে বিএনপি নেতা বর্তমান মেয়র আব্দুল মান্নান ও উপজেলার সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হেলাল উদ্দিন কবিরাজসহ আরো চার-পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে মেয়র আব্দুল মান্নানের সমর্থনে থাকা মেহেদী হাসান রাজিবকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পরে হেলালের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শুক্রবার বিকেলে ওসি মো. আমবার হোসেন বলেন, অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিএসডি/আইপি