নিজস্ব প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সরকার। বর্তমানে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি ব্যয় করা হচ্ছে। সরকারের এখন প্রধান কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সময় পালটাচ্ছে, সময়ের গতি কেউ আটকাতে পারবে না, আমাদের মধ্যে আধুনিকতার উদ্ভব হচ্ছে। আধুনিকতা মানে নাচ আর গান নয়, সময়ের সঙ্গে মিলে চলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশে আধুনিকতার উন্নয়ন চলছে।
এসময় ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন প্রমুখ।
বিএসডি/এমএম