নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দুর্নীতি একটি বড় সামাজিক সমস্যা। দুর্নীতিবাজদের ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন -এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্রস্তুতি’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ পরবর্তী সময়ে শুল্কমুক্ত রফতানি অব্যাহত রাখতে সরকার সংশ্লিষ্ট দেশসমূহের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ৮টি দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। গত অর্থবছরের তুলনায় এবছর ১৯ শতাংশ রফতানি আয় বেড়েছে। পদ্মাসেতু চালু হলে জিডিপি আরো ৩ শতাংশ বাড়বে।
তিনি বলেন, করোনার কারণে অর্থনীতিতে আঘাত এসেছে এবং তা উত্তরণে সরকার যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। তবে এটি সত্য যে, আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এখানে দীর্ঘমেয়াদি লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক কাবেরী মৈত্রেয়, সাংবাদিক উম্মান নাহার আজমী এবং সাংবাদিক আবদুর রহিম হারমাছি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিএসডি/এমএম