নিজস্ব প্রতিবেদক
পরীমনি ইস্যু এ সময়ের টক অব দি কান্ট্রি। এই চিত্রনায়িকার প্রতি সহানুভূতি জানিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলো শাকিব খানের নাম।
পরীমনি গ্রেপ্তারের পর চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়। বিষয়টি ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ উল্লেখ করে শাকিব খান শিল্পী সমিতির নেতাদের দিকেই সমালোচনার তীর ছুঁড়েছেন।
‘গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটে! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে? বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এরচেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা।’ লিখেছেন কিং খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে, তার জীবন ঘিরে নানা মুখরোচক গল্প বলে যেভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে বিষয়টি দুঃখজনক বলে মনে করেন শাকিব। তার ভাষ্য অনুযায়ী যারা পরীমনিকে বিপথে নিয়ে গেছে, তাদেরও খুঁজে বের করা উচিত।
শাকিব লিখেছেন: ‘পরীমনি ত্রিশটির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত। সহশিল্পী হিসেবে আশা রাখি, পরীমনির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরীমনি যখন ফিরবে ভুল থেকে শিক্ষাও নেবে।’
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দুটি সিনেমায় অভিনয় করেন পরীমনি। সিনেমা দুটি হলো এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ও শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’.
বিএসডি/এমএম