নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় আগুন লেগেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের সময় হাসপাতালে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা জানান, করোনা ইউনিটের নিচতলায় থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হঠাৎ করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেনের কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় রোগী ও রোগীর স্বজনরা এদিক-সেদিক ছুটতে থাকেন। পরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অক্সিজেন সিলিন্ডারগুলো বাইরে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
কুমেক হাসপাতাল পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, আগুন লাগার ঘটনাটি সঠিক। তবে এই বিষয়ের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সামছুল আলম জানান, করোনা ইউনিউটের নিচ তলাতে অক্সিজেন ফিলিং করার রুমে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বিস্ফোরণে রুমের জানানার কাচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএসডি/আইপি