নিজস্ব প্রতিবেদক,
খুলনায় এক টাকায় ভাত ও মুরগির মাংস মিলছে। বিষয়টি অবাক হলেও সত্যি। তবে, সবার জন্য না। এটি শুধুমাত্র হত দরিদ্র, অসহায় ও বঞ্চিত পরিবারের শিশুদের জন্য। ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রতি খুলনায় শুরু করেছে কার্যক্রম।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে খুলনা জেলাখানা ঘাটের ওপারে রাজাপুরের একটি বস্তিতে এক টাকায় শতাধিক হত দরিদ্র মানুষকে আহার দিয়েছে বিদ্যানন্দ। এক টাকায় আহারের মধ্যে ছিলো ভাত ও মুরগির মাংস। ১০৫ জনকে এ খাবার দেওয়া হয়। প্রতিদিন এ কার্যক্রম চলবে।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, এক বেলার এই খাবার যেন অসহায় মানুষেরা ভিক্ষাবৃত্তি বলে মনে না করেন। এজন্য সবার কাছ থেকে টোকেন হিসেবে এক টাকা নেওয়া হচ্ছে। এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে খুশিতে আত্মহারা দরিদ্র মানুষগুলো।
বিদ্যানন্দ ফাউন্ডেশন খুলনা শাখার কর্মকর্তা হাবিবুর রহমান সম্রাট জানান, ১ আগস্ট খুলনার সোনাডাঙ্গা গোবরচাকা মোল্লাবাড়ি মোড়ের শিকদার প্লাজায় অফিস নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে খুলনা শাখার আওতায় প্রতিদিন এক টাকায় আহার বিতরণ করা হবে। শুধু দরিদ্র, অসহায় ও বঞ্চিতদের এ খাবার দেওয়া হবে। পাশাপাশি ত্রাণ বিরতণ কার্যক্রম চলবে।
বিএসডি/আইপি