কুবি প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ রোববার, ১৫ আগস্ট সকাল সাড়ে দশটায় কালো ব্যাজ ধারণ করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোক র্যালীতে অংশগ্রহণ করে। র্যালি শেষে সকাল সাড়ে এগারোটায়় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সবাই।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সম্মুখে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারীর কারণে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস উদ্যাপনের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় সকলেই উপস্থিত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারতাম না। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়। এটি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবং আমার এই স্বপ্ন আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি। আমরা একটি শৃঙ্খলার মধ্যে এসেছি। আপনারা এ শৃঙ্খলা ধরে রাখুন। ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবো।
অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিএসডি/কুবি/হুমায়রা/এমএম