নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেছিলেন। তার স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলার।
সোমবার রাতে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবসের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার মাত্র তিন বছরেই বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নের যে ভিত্তি রচনা করেছিলেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল একটি অগ্রগামী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে।
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে জর্ডানের প্রিন্সেস বাসমা বিনতে আলী বলেন, বাংলাদেশের অস্তিত্ব ও শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তার মতো একজন দূরদর্শী রাষ্ট্রনায়ককে হত্যা সত্যিই হতাশা ও বেদনার।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জর্ডানে বাংলাদেশ দূতাবাস বছরব্যাপী ওয়েবিনার সিরিজ আয়োজন করেছে। শোকাবহ আগস্টে আয়োজিত এই ওয়েবিনারটি ছিল অষ্টম আয়োজন।
বিএসডি/এমএম