নিজস্ব প্রতিবেদক,
জাতীয় শোক দিবস উপলক্ষে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের পক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করা হয়।
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, বিসিএলের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইচআরএ মোহাম্মদ আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে দারুণ খুশি বিধবা গান্তা বালা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘করোনা মহামরির শুরু থেকে এ পর্যন্ত আমাদের অনেকে সহযোগিতা করেছে। কিন্তু একসঙ্গে এত খাদ্যসামগ্রী কেউ দেননি। স্বামী মারা গেছে। মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছি। যাঁরা এসব সহযোগিতা দিয়েছে তাঁদের কল্যাণ হোক। ’
প্রত্যেকে পেয়েছেন ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিনসহ প্যাকেটজাত মসলার গুঁড়া।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘আমার এলাকার অসহায় পরিবারগুলোকে ত্রাণ দিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মিরসরাই অর্থনৈতিক জোনের কারণে অনেক অনেক শিল্পগ্রুপ বিনিয়োগ করেছে। কিন্তু বসুন্ধরা গ্রুপ ছাড়া কোনো শিল্পগ্রুপ ত্রাণ নিয়ে এত বেশি এগিয়ে আসেনি। আমার ইউনিয়নের মানুষ ত্রাণ পেয়ে খুবই আনন্দিত। ’
বিএসডি/আইপি