নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানে রুমা উপজেলার দুর্গম পাহাড়ে বন্য ভালুকের আক্রমণে জুম চাষি প্রুসাউ মারমা (৫০) জখম হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) রুমা সদর থেকে ১০ কিলোমিটার দুরে নিয়াক্ষ্যং পাড়ায় তিনি আক্রমণের শিকার হন।
স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বাগান থেকে কলার ছড়া কাটতে যায় প্রুসাউ মামরা। এ সময় সামনে দিক থেকে এসে বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে আসলে ভালুকটি পালিয়ে যায়। ততক্ষণে শরীরের নানা স্থানে জখম হয়। পরে আহত অবস্থায় প্রুসাউকে স্থানীয়রা উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন বলেন, শরীরে মারাত্মক জখমের চিহৃ বেশি। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ২২ জুলাই রুমা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বগামুখ পাড়ায় এক ব্যক্তি বন্য শুকর আক্রমণের শিকার হয়। আহত ওই ব্যক্তি এখনও রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিএসডি/আইপি