বন্দর প্রতিনিধি
বাগেরহাটের মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়েছে।
বুধবার (১৮ জুলাই) প্রথম দফায় এই ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন ৫০০ শ্রমিককে টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহাবুব আহমেদ সিদ্দিক।
তিনি বলেন, ‘এখানে মোট ৩৪টি কারখানায় সাত হাজার শ্রমিক কর্মরত আছেন। সংক্রমণ রোধে তাদের মধ্যে প্রথম দফায় পাঁচ হাজার জনকে টিকা দেওয়া হবে। সাত হাজার শ্রমিককে এরই মধ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।’
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস জানান, তাদের প্রশিক্ষিত নার্সরা শ্রমিকদের এই টিকা দেন। টিকা রিজার্ভ না থাকায় প্রথম ধাপে শুধু ৫০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে। বাকিদের কয়েক ধাপে টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রমের সময় উপস্থিতি ছিলেন– মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহাবুব আহমেদ সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস, ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) মো. আবুল হাসান মুন্সি, উপপরিচালক (শিল্প সম্পর্ক বিভাগ) মো. জহুরুল ইসলাম ও ইপিজেড মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার অমিতাভ বিশ্বাসসহ সংশ্লিষ্ট কারখানার কর্মকর্তারা।
বিএসডি/এমএম