নিজস্ব প্রতিবেদক,
পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় বুধবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।
শফিকুল ইসলাম আরও জানান, তীব্র স্রোতের কারণে নির্মাণাধীন পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার আশঙ্কায় এ নৌরুটে দুপুর পর্যন্ত ১৭টির মধ্যে ছোট ৫টি ফেরি চলাচল করেছে। ফেরি বন্ধ হওয়ার পর বিকেল ৩টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে ৪ শতাধিক ও বাংলাবাজার ঘাটে ২ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিলো।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মো. সোলেমান জানান, বিকেল ৩টা পর্যন্ত এ নৌরুটে ৮৬টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ৫টি ফেরি চলাচল করছিলো দুপুর সোয়া ২টা পর্যন্ত। পরে ফেরি বন্ধ হয়ে যওয়ায় ঘাটে গাড়ির চাপ বেড়ে গেছে।
বিআইডব্লিউটিসি’র মাদারীপুরের বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বলেন, আজ দুপুর ২টার দিকে বাংলাবাজার ঘাটে ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিলো। এগুলোর মধ্যে ট্রাক ও যাত্রীবাহী ছোট গাড়ি রয়েছে।
বিএসডি/আইপি