অবৈধভাবে দোকানপাট গড়ে তোলায় সরু হয়েছে মহাসড়ক। এ কারণে নিয়মিত তৈরি হয় যানজট। সম্প্রতি পাবনার বেড়ার কাশিনাথপুর বাজারে। ছবি: সংগ্রহীত
নিজস্ব প্রতিবেদক,
কাশিনাথপুর আর বেড়া বাসস্ট্যান্ডে অবৈধভাবে কয়েক হাজার দোকানপাট বসে। গত মার্চের অভিযানে ১ হাজারে বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
পরিবহনশ্রমিকেরা জানান, বেড়া ও কাশিনাথপুর বাসস্ট্যান্ডে প্রতিদিনই যানজট লাগলেও হাটবারে তা ভয়াবহ আকার ধারণ করে। বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় শনি ও মঙ্গলবার এবং কাশিনাথপুরে রবি ও বৃহস্পতিবারে হাট বসে। তখন স্থান দুটিতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
গত বৃহস্পতিবার সকালে কাশিনাথপুর হাটে গিয়ে দেখা যায় মহাসড়কের জায়গায় দখল হওয়ায় হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। আগে হাটুরেরা সওজের খোলা জায়গায় বেচাকেনা করতে পারলেও এখন মহাসড়কে গিয়ে বসছেন। পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন পণ্য মহাসড়কের ওপরে রেখে বিক্রি করছিলেন বিক্রেতারা।
সওজের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, বেদখল জায়গা আবারও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উদ্ধার করা জায়গা স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে সেখানে বাগান করাসহ নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএসডি/আইপি