ম্যাচ শেষে এএফসি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুজোন বলেন ,‘আমরা জানতাম মাজিয়া খেলা তৈরির জন্য মাঠে ফাঁকা জায়গা তৈরি করতে চাইবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ৯০ মিনিট আমার দল সঠিক দায়িত্ব পালন করেছে। আমরা মাজিয়াকে মরিয়া হয়ে খেলার সুযোগ দিয়েছিলাম। তাদের অনেক খেলোয়াড় আক্রমণে উঠে আসে। প্রতি আক্রমণে আমরা অনেক বিপজ্জনক হয়ে উঠি। ’

প্রতি আক্রমণে বারবারই বিপজ্জনক হয়ে উঠেছে বসুন্ধরা কাল ছবি: এএফসি ওয়েবসাইট
২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বসুন্ধরা। মাজিয়া ম্যাচের তুলনায় বেঙ্গালুরুর বিপক্ষে নিজের দলকে বেশি এগিয়ে রাখছেন ব্রুজুন , ‘বেঙ্গালুরুর বিপক্ষে আজকের ( কাল) ম্যাচের থেকে বেশি সুযোগ থাকবে আমাদের।’
এএফসি কাপের অন্যতম সফল একজন কোচ বলা মাজিয়ার রিসতো ভিদাকোভিচকে। হেরে বসুন্ধরাকে ম্যাচ জয়ে কৃতিত্ব দিয়েছেন সার্বিয়ান এই কোচ ,‘ তারা আমাদের চেয়ে শক্তিশালী ও গতিসম্পন্ন দল। আমরা জানতাম কঠিন একটি ম্যাচ হবে। প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। আমরা স্নায়ুর চাপে ছিলাম। অনেক লম্বা পাসে খেলেছি। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হলেও সেটি যথেষ্ট ছিল না। ’
বিএসডি/আইপি