নিজস্ব প্রতিবেদক,
আসন্ন টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ডে খেলতে হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে টাইগারদের খেলতে হবে গ্রুপ ‘২’-এ। সেক্ষেত্রে সুপার টুয়েলভ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেক্ষেত্রে প্রথম রাউন্ডে বাংলাদেশ রানার-আপ হলেই ভালো হবে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মত দলকে পাবে। অন্যদিকে রানার-আপ হলে লড়তে হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিপক্ষে।
আশরাফুলের মতে, আরব আমিরাতের কন্ডিশনে এশিয়ার বাইরের দেশগুলোই বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ হবে। এ ব্যাপারে তিনি বলেন, গ্রুপ ‘২’ এ খেলবে এশিয়ার দলগুলো। তারা স্পিন ভালো খেলে। আমাদের বোলারদের ভালোভাবে সামাল দিতে পারবে।
তিনি আরো বলেন, গ্রুপ ‘১’ এ গেলে আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকতে পারে। উইকেট যদি স্লো হয়, আমাদের মুস্তাফিজ-সাকিব অসাধারণ ফর্মে আছে। বোলিং দিয়ে হয়ত আমরা তাদের আটকাতে পারব।
‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে। রানার-আপ হওয়া মানে কারো না কারো কাছে পরাজয়। সহযোগী দেশের কাছে হার মানা নিশ্চয়ই স্বস্তির হবে না। এ কারণে সার্বিক দিক বিবেচনায় আশরাফুল এশিয়ান পরাশক্তিদের এক গ্রুপেই দেখতে চান।
সাবেক টাইগার অধিনায়ক বলেন, ইনশাআল্লাহ সহজভাবেই প্রথম রাউন্ড পার হবো। সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপে পড়ার সম্ভাবনাই বেশি, এশিয়ার গ্রুপে। যেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আছে। একটু কঠিন তো হবেই।
আশরাফুল আরো বলেন, গ্রুপ ‘১’ এ যেতে হলে প্রথম রাউন্ডে রানার-আপ হতে হবে, হারতে হবে। এটা তো অবশ্যই চাই না যে স্কটল্যান্ড, ওমান ওদের সঙ্গে হারব। যদিও ক্রিকেট, তবে আশা করি তিনটি ম্যাচই জিতব। এশিয়ার গ্রুপটাতেই হয়ত পড়ব।
এই ক্রিকেটার যোগ করেন, প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন না হয়ে সুপার টুয়েলভে ওঠা আমাদের জন্য বাজে হবে। তাই কোন গ্রুপের হয়ে সুপার টুয়েলভ খেলবো সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে ভালো ক্রিকেট খেলাই গুরুত্বপূর্ণ।
বিএসডি/আইপি