নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মেজবাহ উদ্দিন হত্যা মামলার তিন আসামিকে চট্টগ্রামে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার। এর আগে, একইদিন ভোরে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রায়গঞ্জ উপজেলার সলংগা থানার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর এলাকার আমীর আলী শেখের ছেলে মো. লুৎফর রহমান ওরফে আব্দুল হক এবং তার দুই ছেলে মো. আলাউদ্দিন শেখ ও মো. ওবায়দুল্লাহ শেখ।
এএসপি বলেন, গ্রেফতার এড়াতে চট্টগ্রামে পালিয়ে এসে কালামিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন চাঞ্চল্যকর মামলাটির তিন আসামি। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সিরাজগঞ্জে নেয়া হয়েছে।
জমি নিয়ে লুৎফর রহমানের সঙ্গে বিরোধ ছিল একই এলাকার আব্দুল হামিদের ছেলে ব্যবসায়ী মেজবাহ উদ্দিনের। এর জেরে মঙ্গলবার সকালে হাটে যাওয়ার সময় বিষ্ণপুরের ফুলজোড় নদীর তীরে মেজবাহকে লোহার রড, শাবল ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক পেটান লুৎফর ও তার সহযোগীরা।
পরে গুরুতর আহত মেজবাহকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় সলংগা থানায় মামলা করেন নিহতের ভাই মাসুদুর রহমান। মামলার পর অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করে পুলিশ।
বিএসডি/আইপি