নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনের তিন তলায় লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগে।
জিল্লুর রহমান বলেন, এখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন আছে। এ গোডাউনে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউন ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে আমাদের সমস্যা হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির দেওয়া প্রতিবেদন থেকেই আগুন লাগার আসল কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, ভবনটির নিজস্ব কোনো ফায়ারফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি যাচ্ছিল। প্রথম আধা ঘণ্টা সেই পানি দিয়েই আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি।
এদিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা বেগম জানান, ঘটনাস্থলে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। ভেতরে প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।
বিএসডি/এমএম