নিজস্ব প্রতিবেদক,
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী, রাজনীতিবিদ ও নারী জাগরণ নেত্রী বেগম খাজা সেলিমা খাতুনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৮ সালের ২২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
যশোর পৌরসভার সাবেক কমিশনার সেলিমা খাতুন ১৯৮০ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘বহ্নি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। ১৯৭০ সালে প্রকাশিত মহান মুক্তিযুদ্ধভিত্তিক সাপ্তাহিক ‘মাতৃভূমি’র প্রকাশকও ছিলেন তিনি।
যশোর প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সেলিমা খাতুন। তিনি জাতীয় অর্থনৈতিক ম্যাগাজিন ‘অর্থকথা’র সম্পাদক-প্রকাশক, টেলিভিশনে ভিআইপি টক ‘চ্যানেল আই এক্সক্লুসিভ’ এবং বিজনেস টক শো ‘মানিটক’-এর রূপকার-উপস্থাপক এবং মাদারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রানা মুস্তফীর জননী।
খাজা সেলিমা খাতুন ছিলেন যশোর সেবা সংঘ গার্লস হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। কুয়াদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
এই মহিয়সীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও যশোরে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিএসডি/আইপি