ক্রীড়া ডেস্ক,
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হলো। ফের দায়িত্ব পেলেন আজিজুল্লাহ ফজলি। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিই আফগান বোর্ডে বড়সড় রদবদল। ফজলি আফগান ক্রিকেটের পুরোনো মুখ। দুই দশক ধরেই আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত। রবিবার তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
ফজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব সামলেছেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবি’র চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।
তালেবান গত সপ্তাহে কাবুলে ঢোকার পরই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দপ্তরে প্রবেশ করে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার তালেবান সদস্যরা আফগান বোর্ড দখল করে।
যদিও তালেবান বলেছিল, তারা দেশের ক্রিকেটে কোনো হস্তক্ষেপ করবে না। তবে রবিবার তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা হয়। এরপরই আসে চেয়ারম্যান পদে এই পরিবর্তনের ঘোষণা। আফগান বোর্ডের পক্ষে এদিন এ খবর জানিয়ে বলা হয়েছে, এখন থেকে ফজলির নেতৃত্বেই বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলোর বিষয় তিনিই দেখভাল করবেন।
বিএসডি/এএ