ক্রীড়া ডেস্ক,
স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে লেভান্তের বিপক্ষে ম্যাচে অল্পের জন্য রক্ষা পেয়েছে জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুইবার লেভান্তে এগিয়ে গেলেও কোনো রকমে ড্র করেছে রিয়াল।
লেভান্তের ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুটা দারুণ ছিল রিয়ালের। পঞ্চম মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পরপরই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন রগার মার্তি।
ম্যাচের ৫৭তম মিনিটে হোসে কাম্পানার গোলে এগিয়ে যায় লেভান্তে। এরপর ৭৩তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ৭৯তম মিনিটে আবারো এগিয়ে যায় লেভান্তে। ৮৫তম মিনিটে ফের রিয়ালের ত্রাতা হয়ে দেখা দেন ভিনিসিয়স। তার গোলে ৩-৩ এ সমতায় ফিরে ম্যাচে।
রিয়াল সমতা আনার ২ মিনিট পরেই লাল কার্ড দেখেন লেভান্তের গোলরক্ষক এইতোর ফার্নান্দেজ। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় গোলরক্ষক হিসেবে দাঁড়ান রুবেন ভেসো। তবে বাকি সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। অন্যদিকে, লেভান্তে ২ ম্যাচের মধ্যে ২টিতেই ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।