শিক্ষা ডেস্ক
মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ঘোষণা এলেও করোনার সংক্রমণ তাণ্ডবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। তবে দীর্ঘ এই বন্ধের ফলে নিজেদের ক্ষতি তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ‘প্রতীকী ক্লাস’ আয়োজন করছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মঙ্গলবার প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সভায় হলসমূহের প্রভোস্টদের সাথে আলোচনা করা হবে। হলগুলোর সার্বিক অবস্থা কী তা জানতে হবে। পরে সেই আলোকে বিশ্ববিদ্যালয় খোলার কথা চিন্তা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ দিকে, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রস্তুতি ও শিক্ষার্থীদের আবাসিক হলে ওঠানোর ব্যাপারে তিনি বলেন, আগামীকাল মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএসডি/এমএম