আন্তর্জাতিক ডেস্ক
রেল লাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল গেমস খেলতে গিয়ে প্রাণ গেল চার যুবকের। ট্রেনের হর্ন শুনতে না পারাই তাদের এই করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর দিনাজপুরের চোপরার কানুয়াগছ এলাকায়।
স্থানীদের সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার আপলাইন দিয়ে একটি মালবাহী ট্রেন আসছিল। তখন ওই ৪ যুবক আপলাইন থেকে সরে এসে ডাউনলাইনে বসে গেম খেলছিল।
এসময় তাদের প্রত্যকের কাছে ছিল হেডফোন। আর সেই সঙ্গে আপলাইনে দিয়ে ট্রেন আসায় তারা টেরই পাইনি যে ডাউনলাইন দিয়ে ওই একই সময় আরও একটি ট্রেন তাদের দিকে ছুটে আসছে।
ডাউনলাইনে যে ট্রেনটি আসছিল সেটি ছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ওই ট্রেনের আঘাতেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় চার জনের দেহ।
ঘটনার পর অনেক্ষণ লাইনেই পড়ে থাকে ওই ৪ জনের মরদেহ। তবে গ্রামবাসী জানিয়েছে, এ ঘটনার পরে রেল পুলিশকে ফোন দিলে তারা ঘটনাস্থলে আসেনি।
পরে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেষকৃত্য সম্পন্ন করে। তবে এ ঘটনার সময় পাশের রেলগেটের গেটম্যান সব দেখলেও কিছুই জানেন না বলে এড়িয়ে যান।
মৃতদের পরিবার থেকে জানা গেছে, ওই যুবকরা প্রত্যেকেই শ্রমিকের কাজ করতেন। রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় তারা বাড়িতেই ছিলেন।
এরপর বিকেলে মাছ ধরার জাল রেল লাইনের পাশে একটি জলাভুমি থেকে তুলতে গিয়েছিল তারা। এরপর এ দুর্ঘটনা ঘটে।
বিএসডি/এএ